৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিবেদক : পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিডেটের সভাপতি মো. আবদুর রবের বিরুদ্ধে সদস্যদের ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

পাঁচ সদস্যের জমা করা টাকা আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (নিবন্ধন নং-৪৮) সভাপতি মো. আবদুর রব সমিতির পাঁচ সদস্যদের জমা করা ৯২ লাখ ৩৬ হাজার ৯৩২ টাকা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আত্মসাৎ করেছেন। তার নিজ এলাকা নোয়াখালী জেলার চাটখিল উপজেলা থেকে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের যাচাই-বাছাই কমিটি অনুসন্ধানের জন্য কমিশনের কাছে পাঠায়।

দুদক সূত্র আরো জানায়, কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালককে সংস্থাটির নোয়াখালী কার্যালয় থেকে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। যার তদারকী করবে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।