নিজস্ব প্রতিবেদক : দেশের বেশীরভাগ ওষুধের দোকানে ৯২ শতাংশ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়াই ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
রোববার বেসরকারি সংস্থা সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, দেশে এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যা বর্তমানে খুব সাধারণ রোগ সংক্রমণের চিকিৎসায় ১০০ শতাংশ পর্যন্ত অকার্যকরী। এ সকল ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া রোগিরা সেবন করে কোন প্রকার ফল পাচ্ছেন না। উল্টো শরীরের ক্ষতি হচ্ছে।
এছাড়া অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার জন্য বিভিন্ন রোগ সংক্রমণের চিকিৎসায় যেমন নিউমোনিয়া, যক্ষ্মা এবং গণোরিয়ার মত রোগের সংক্রামণ বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া বাড়ছে চিকিৎসার খরচ এমনকি মৃত্যুহারও বৃদ্ধি পাচ্ছে।
অ্যান্টিবায়োটিকের উপর জাতীয় নিতিমালা তৈরি ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব বলে জানান বক্তারা।
পৃথিবীতে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া হতে রোগ সংক্রমণের কারণে বর্তমানে বাৎসরিক মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে বলে জানান বক্তারা। রাজধানীর বারডেম হাসপাতালের অধ্যাপক আসমা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিআইপিআরবির নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান, অধ্যাপক ড. ফাহমিদা বেগম, উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ড. শাকিল আক্তার।