মোঃ আলাউদ্দিন ঘরামী: ২০২৩ ইং শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক,প্রাথমিক,মাধ্যমিক,ক্ ষুদ্র নৃ-গোষ্ঠীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে নতুন বর্ষে নতুন বই বিনামুল্যে বিতরণ শুরু।
১লা জানুয়ারী ২০২৩ ইং অর্থাৎ বছরের প্রথম দিনই হচ্ছে সরকার ঘোষিত নতুন বই বিতরণী উৎসব।সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্য়ায়ের ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার শিক্ষার্থী নতুন বই পাবে এই দিনটিতে।
১লা জানুয়ারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণের মাধ্যমে পালিত হবে নতুন পাঠ্যবই উৎসব।
এরই ধারাবাহিকতায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন ৯ নং চরমানিকা ইউনিয়নের দৌলতপুর ৬নং ওয়ার্ডস্থ ৯৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসাহ,উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে,নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণী উৎসব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মোঃ শহীদুল্লাহ স্যার,৯নং চরমানিকা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার, শিক্ষানুরাগী,শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব দক্ষিণ আইচা প্রেসক্লাবের সভাপতি ও দৌলতপুর ৯৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি,দক্ষিন আইচা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন(মাষ্টার),সাংগঠনিক মোঃ শহীদুল ইসলাম জামাল মীর,সদস্য মোঃ মিজানুর রহমান হাওলাদার,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,কর্মচারী,ছাত্রছাত্রী, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ।