৯ দফা দাবি পূরণে আন্দোলনরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

এস.এম,মনির হোসেন জীবন : রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে রোববার দুপুরে জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নয় দফা দাবি জানিয়েছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে সড়ক অবরোধের হুমকিও দিয়েছে তারা।
আজ সোমবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম আপন প্রশাসন ও সরকারের কাছে এসব দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো- দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ী বেপরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে; নৌ-পরিবহন মন্ত্রীকে নিঃশ্বর্ত ক্ষমা চাইতে হবে; শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে; প্রত্যেক সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্প্রিড ব্রেকার দিতে হবে; সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রীদের দায়ভর সরকারকে নিতে হবে; শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে- থামিয়ে তাদেরকে নিতে হবে; শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে; ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না এবং বাসে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত তিন গাড়ির দুই বাসচালক ও তাদের দুই সহকারীসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) উত্তরা। গ্রেফতার হওয়া জাবালে নূর পরিবহনের দুই বাসচালক হলো জুবায়ের ও সোহাগ। তবে, তাদের আরো দুই সহকারীর নাম এখনও পর্যন্ত জানা যায়নি। গ্রেফতার ব্যক্তিদের ক্যান্টনমেন্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে ।
ক্যান্টনমেন্ট জোনের পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) তাপস কুমার দত্ত আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের অবরোধ চলছিল।
ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহান হক আজ জানান, রোববার রাতে নিহত শিক্ষার্থী দিয়া খানম মীমের পিতা মো: জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ঘাতক বাসচালক ও চালকের সহকারীদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৩৩। তারিখ-২৯-০৭-২০১৮।