
মোঃ আলাউদ্দিন ঘরামী: আসন্ন ৯ নং চর মানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ মার্কায় ০১নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী মোঃ সাজাহান মেম্বার হিসেবে দেখতে চায় অত্র ওয়ার্ডের জনসাধারন। এলাকায় জনসেবা ও ন্যায় নীতির মধ্যে থেকে এলাকার মানুষের পাশে থাকাই এ আদর্শ মানুষটির লক্ষ্য।কোন কিছুর লোভ লালসা আর হিংসা তাকে আক্রমন করতে পারেনি।
এসব কারনেই এলাকার অনেকেই প্রশংসা করেন তার। চর মানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে বিশাল জন সমর্থন রয়েছে তার এমনটি মনে করছেন এলাকার জনসাধারন।বর্তমানে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। প্রতীক পেয়ে তিনি ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা করে আসছেন।যদি ওয়ার্ড বাসী আমাকে সুযোগ দেন তাহলে আমি নির্বাচিত হয়ে ০১নং ওয়ার্ড কে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ,বাল্যবিবাহ মুক্ত একটি ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
আমার প্রধান লক্ষ্য হবে ০১নংওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করা এবং যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটানো। মাদক মুক্ত সমাজ গঠনে সকলকে নিয়ে কাজ করবো। তবে আমি আশাবাদী নির্বাচন যদি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হয় তাহলে আমি মোরগ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত হব ইনশাআল্লাহ।।