বিনোদন ডেস্ক : নয় বছর পর ছেলের সঙ্গে দেখা হলো সালমান খানের। সম্প্রতি ‘বিগ বস সিজন-টেন’র সেটে ছেলে আলী হাজির সঙ্গে দেখা হয় এই অভিনেতার।
কী ভয় পেয়ে গেলেন? ভাবছেন বিয়েই করেননি সালমানের ছেলে এলো কোথা থেকে? ভয় নেই, রিয়েল লাইফের ছেলে নয় এটি সাল্লু ভাইয়ের রিল লাইফের ছেলে।
পার্টনার সিনেমায় লারা দত্তের প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান। আর এতে লারা দত্তের ছেলে রোহানের ভূমিকায় অভিনয় করেছিলেন আলী হাজি। সিনেমার শেষে গিয়ে লারার সঙ্গে বিয়ে হয় সালমানের আর পাশাপাশি তিনি হয়ে যান রোহানের সৎ বাবা। সিনেমায় বাবা-ছেলের খুনসুটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।
২০০৭ সালে মুক্তি পেয়েছিল পার্টনার সিনেমাটি। তখন আলীর বয়স ছিল ৮ বছর, আর এখন ১৭। সালমানের সঙ্গে তার দেখা করার ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আলী হাজি।
পার্টনার ছাড়াও আলী হাজি অভিনীত সিনেমা হলো- ফানা (২০০৬), তারা রা রাম পাম (২০০৭), মাই ফ্রেন্ড গণেষা-টু (২০০৯), লাইফ পার্টনার (২০০৯), পাঠশালা (২০১০) এবং রাইট ইয়া রং (২০১০)। এছাড়া কাভি খুশি কাভি গম (২০০১) এবং দ্রোণা (২০০৮) সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে।