‍সরকারি কর্মীদের স্বাস্থ্য বিমাসেবা নিশ্চিত করার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক : রোববার দুপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা প্রণয়নবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‍সরকারি কর্মীদের স্বাস্থ্য বিমাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। সহজে যাতে বিমা করতে পারে সেই ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশে সরকারি কর্মীদের স্বাস্থ্য বিমা রয়েছে, বাংলাদেশেও এমন সেবা দরকার। তবে আমরা যাদের জন্য স্বাস্থ্য বিমা করব, তাদের পাওয়ার নিশ্চয়তা আছে কি না, তা বুঝতে হবে। এখানে আপনারা সেবা দেবেন এবং কর্মীরা আশ্বস্ত হবে কি না, সেটা নিয়ে ভাবতে হবে। তবে ব্যক্তিগতভাবে বিমা নিয়ে আমার অভিজ্ঞতা ভালো না হলেও আমি বিমার পক্ষে।’

বিমা করার ক্ষেত্রে শর্তগুলো সহজ করার পরামর্শ দিয়ে ইসমত আরা বলেন, ‘সব কর্মচারী একইভাবে দক্ষ নন, তাই তাদের বোঝার জন্য বিমার চুক্তিগুলো সহজে বুঝিয়ে দেওয়া দরকার। সহজে যাতে বিমাসেবা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, ‘১৪ লাখ কর্মচারীর স্বাস্থ্য বিমার বিষয়টি ভাবার সঙ্গে সঙ্গে দেশের ১৬ কোটি মানুষের বিমার কথাও আমাদের ভাবতে হবে। আমাদের পক্ষ থেকে পলিসি ডিসিশন হলো, স্বাস্থ্য বিমা করা হবে। তবে প্রশ্ন হলো এই স্বাস্থ্য বিমা কে করবে, তা নির্ধারণ করতে হবে।’

কর্মচারী কল্যাণ বোর্ড বিমা পরিচালনা করতে পারে বলে ধারণা দেন ড. মোজাম্মেল হক খান। তিনি বলেন, ‘বিমার টাকা সঠিক সময়ে পেয়েছে, এমন উদাহরণ আমার কাছে নেই। তবে বিমার টাকা পায়নি এমন অভিযোগ ভুরি ভুরি। তারপরও এটি এখন অপরিহার্য হয়ে পড়েছে। প্রতিবন্ধকতার মাঝেও আমাদের এগিয়ে যেতে হবে।’