ক্রীড়া ডেস্ক : মাত্র তৃতীয় উইকেটকিপার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেছেন মহেন্দ্র সিং ধোনি।
ভারতীয় অধিনায়ক মোহালিতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮০ রানের ইনিংস খেলার পথে নয় হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন। ধোনির রান এখন ৯০৫৮।
ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে ধোনির আগে ৯ হাজার বা এর বেশি রান করেছেন কেবল কুমার সাঙ্গাকারা (১৩৩৪১) ও অ্যাডাম গিলক্রিস্ট (৯৪১০)।
তবে তিনজনের মধ্যে ধোনিই সবচেয়ে দ্রুততম ৯ হাজার রানের মাইলফলক ছুঁলেন। ধোনির লেগেছে ২৪৪ ইনিংস, সাঙ্গাকারার ২৫২ ইনিংস, গিলক্রিস্টের ২৬২ ইনিংস।
৯০০০ রান পূর্ণ করতে ধোনি বল খেলেছেন ১০১০৯টি, যা ব্যাটসম্যান হিসেবে তৃতীয় দ্রুততম। ৯৩২৮ বলে এই মাইলফলক ছুঁয়েছিলেন গিলক্রিস্ট, তার চেয়ে ১৫ বল কম লেগেছিল সনাৎ জয়াসুরিয়ার।