ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা প্রতিবেদকঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামের ধান ক্ষেত থেকে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম ভোপলা গ্রামের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্কুলছাত্র রাসেল (১৪) ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে। সে বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পরিবারের সূত্রে জানা যায়, রাসেল শুক্রবার (২৪ এপ্রিল) রাত থেকে নিখোঁজ হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।