লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় কমলনগর ইউপি সদস্যের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. বেলাল হোসেন (৪০) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুর আন্ডার চর মাইজদি সড়কের নতুন বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। বেলাল হোসেন চর কাদিরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ছিলেন।

স্বজনরা জানান, বেলাল হোসেন দুপুরে কমলনগরের ফজুমিয়ারহাট থেকে মোটরসাইকেল যোগে নোয়াখালী যাচ্ছিলেন। পথে নতুন বাজারে দুর্ঘটনায় পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা যায়নি।

চর কাদিরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।