করোনা ভাইরাস- ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫০২, মৃত্যু ৩২৫ জন

আন্তর্জাতিক ডেস্কঃ সারা বিশ্বে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ করোনা শনাক্ত হচ্ছে। এর ধারাবাহিকতায় ভারতে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ দিনে দিনে বেড়েই চলেছে। সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্য়ান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন।

এতে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩২ হাজার ৪২৪ এ গিয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৫২০ জনে। খবর এনডিটিভির

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৭ হাজার ৯৫৮ জন। এর পরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট।