
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে সংস্কার আনা হচ্ছে। কৃষ্ণাঙ্গদের অধিকারের দাবিতে আন্দোলনের মুখে এমন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নির্মমভাবে নিহত হন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন শুরু হয়। বিশ্বব্যাপী শুরু হয় প্রতিবাদ। চলমান আন্দোলনে
যুক্তরাষ্ট্রে পুলিশে অর্থায়ন বাতিল, এমনকি পুলিশ বাহিনী বিলুপ্তির দাবি তোলা হয়। কিছু কিছু শহরের বিক্ষোভকারীরা আরো কঠোর দাবি-দাওয়া তুলে ধরে। এমন প্রেক্ষাপটে নতুন আদেশে যুক্তরাষ্ট্রের পুলিশ কর্মকর্তাদের অত্যাচার-নির্যাতনের ডাটাবেস তৈরিসহ দায়িত্ব পালনের সময় পুলিশি শিষ্টাচার সমুন্নত করতে বলেছেন ট্রাম্প।
গতকাল মঙ্গলবার এ আদেশ জারির বিষয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে কৃষ্ণাঙ্গ অধিকারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে সরাসরি কিছু না বললেও লুটপাটকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সমালোচনা করে পুলিশের সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প বলেন, পুলিশ না থাকলে সংঘাত আরো বাড়বে।
মহামারি করোনাভাইরাসের প্রকোপের মাঝেই যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যেই মানুষ রাস্তায় নেমে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।