মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন-ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে চাকরির জন্য সুপারিশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর)বিকেলে বিশেষ এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার বিষয়ে নিয়েও আলোচনা করা হয়।
মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন-ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে নিয়োগের ফলাফল আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
সভা শেষে পিএসসির একজন সদস্য একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেন, মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষক পদে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আর ৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।