
আন্তর্জাতিক ডেস্কঃ চলমান সহিংসতা কারণে বিপাকে পড়তে যাচ্ছে মিয়ানমার। ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার কঠিন পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া। পদক্ষেপ হিসাবে মিয়ানমার সেনা বাহিনীর সাথে সামরিক সম্পর্ক ছিন্ন করলো দেশটি। গণতন্ত্রকামী উপর হামলা-নির্যাতন ও দিন দিন হত্যার সংখ্যা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে অস্টেলিয়া। দেশটি পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেন এই বিষয়টি নিশ্চিত করেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেন বলেন; ‘মিয়ানমার সেনা বাহিনীর প্রতি সহনশীল থাকার জন্য জোরালোভাবে অনুরোধ করছি। একইসঙ্গে সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালানো থেকে বিরত থাকতেও দেশটির প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।’
অস্ট্রেলিয়ার সঙ্গে মিয়ানমারের প্রতিরক্ষা সম্পর্ক মূলত এতোদিন অসামরিক পর্যায়েই আটকে ছিল। ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধযজ্ঞ চালানোর পর থেকে মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ট্রেলিয়া শুধুমাত্র ইংরেজি ভাষা শিখতে প্রশিক্ষণ দিতো।
গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটির সর্বময় ক্ষমতা কুক্ষিগত করেন সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাইং। এসময় স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে গ্রেফতার করা হয়।
অভ্যুত্থানের পর থেকে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ করে আসছেন হাজারও মানুষ। আন্দোলনের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রাত্যহিক বিক্ষোভ ও অবরোধের কর্মসূচির কারণে ব্যবসায়িক পরিবেশ রুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অচল হয়ে গেছে দেশটির দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম।
বিক্ষোভের প্রথম পর্যায়ে সামরিক বাহিনী দৃশ্যত সংযমের পরিচয় দিলেও গতমাসের শেষদিক থেকে ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠতে থাকে। আন্দোলন দমনে রাবার বুলেট-জলকামান-টিয়ারশেলের পরিবর্তে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করা শুরু করে মিয়ানমারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে সামরিক জান্তা সরকারের হাতে অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। এরমধ্যে গত বুধবারই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৩৮ জন বিক্ষোভকারী। এরপরও বিক্ষোভকারীরা প্রতিদিনেই রাস্তায় নামছেন এবং গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তিসহ গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা ফিরয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন।
লন্ডনভিত্তিক সংগঠন বার্মা ক্যাম্পেইন’র নির্বাহী পরিচালক অ্যানা রবার্টস বলছেন, ‘অস্ট্রেলিয়া অবশেষে চূড়ান্তভাবে (মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে) প্রশিক্ষণ কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এটা শুরু করাই উচিত হয়নি।’
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আরও ১২টি দেশ বার্মিজ সামরিক বাহিনীর সঙ্গে প্রশিক্ষণসহ প্রতিরক্ষা সহযোগিতা দেওয়া অব্যাহত রেখেছে। বার্মিজ সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া দেশগুলো জান্তা সরকারের পক্ষ নিয়েছে। তারা প্রকারান্তরে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করা বিক্ষোভকারীদের বুকেই গুলি চালাচ্ছে।’
মিয়ানমারের সেনাবাহিনীকে সামরিক সহযোগিতা দেওয়া ওই ১২টি দেশের মধ্যে চীন, ভারত, পাকিস্তান ও ইউক্রেনও রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সূত্র: আলজাজিরা