‘গলায় মালা রে’ গানে বাংলাদেশের সেনাবাহিনীদের নাচ ভাইরাল

দেব ও শুভশ্রী একসময় টলিটাউনের মোস্ট হট অ্যান্ড হ্যাপেনিং জুটি ছিলেন। শুভশ্রীর একনিষ্ঠ প্রেমিক ছিলেন দেব। শুভশ্রীর লিভিং রুমের টেবিলে সাজানো থাকত দেবের ছবি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একসময় একে অপরকে চুম্বন করেছিলেন তাঁরা। সেই সময় ফিল্মেও দেব ও শুভশ্রীর জুটির ব্র‍্যান্ড ভ‍্যালু তৈরী হয়েছিল। কিন্তু হঠাৎই এক অজ্ঞাত কারণে দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙে যায়। শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজ চক্রবর্তীকে। তাঁদের একটা ছেলেও রয়েছে নাম ইউভান। দেব আপাতত রুক্মিণী মৈত্র-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।

কিন্তু আবার খবরের শিরোনামে উঠে এলেন দেব-শুভশ্রী জুটি। দেব-শুভশ্রী জুটির ছবির সাথে সাথে তাঁদের ফিল্মের গানও হত মিউজিক্যাল হিট। তাঁদের অভিনীত ফিল্ম ‘রোমিও’-র হিট গান ‘মালা রে’-র সঙ্গে নাচে মেতে উঠেছেন বাংলাদেশের পাঁচ সেনাবাহিনী। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি। এদিন দেবের ফ্যান ক্লাবের তরফ থেকে দেব নিজেই এই ভিডিওটি শেয়ার করেছেন টুইটারে। দেব ভিডিওটি শেয়ার করে ওই জওয়ানদের বিনীত প্রণাম জানিয়েছেন।