অনুষ্ঠিত হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষা

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের সার্বক্ষণিক মাস্ক পরিধান করে পরীক্ষা দিতে হবে। তবে খোলা রাখতে হবে কান। প্রতিবছরের মতো এবারও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ থাকবে।

এছাড়া পরীক্ষার হলে দায়িত্বরত পরিদর্শকেরাও স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে তারা এনালগ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ডা. এ কে এম আহসান হাবিব বলেন, ‘হলে সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষার্থীদের বসানো হবে। অন্যান্য বছরের মতো এবারও ইলেকট্রিনিক ডিভাইস নিষিদ্ধ থাকবে। পরীক্ষার্থীদেরকে কান খোলা রেখে পরীক্ষা দিতে হবে। কানে যেন গোপন কোনো ডিভাইস লাগিয়ে অসাধুতার আশ্রয় নিতে না পারে সেজন্য কান খোলা থাকতে হবে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধীনে রাজধানীসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে এমবিবিএস ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা ৪৩৫০। এ বছর রেকর্ডসংখ্যক এক লাখ ২২ হাজার ৮৭৪ জন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন। গত বছর আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৭২ হাজার।