
ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সব জনগোষ্ঠীর মান উন্নয়নে কাজ করছে সরকার।
শনিবার দুপুরে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে হরিজন সম্প্রদায়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, দেশের সংবিধান সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না। শেখ হাসিনার নেতৃতাধীন সরকার কোনো সম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। এই সরকার জাতিভেদ বিশ্বাস করে না। আমরা সমাজের সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।
রিপন হরিজনের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, হরিজন সম্প্রদায়ের কেন্দ্রীয় নেতা মন্টু রাম হরিজন, কেন্দ্রীয় মহাসচিব নির্মল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।