
সিরাজগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১০টার দিকে শাহজাদপুর সমবায় পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহজাদপুর পৌর এলাকার পারকোলা মহল্লার আব্দুর রশিদের ছেলে আমিনুল ইসলাম (৩৫) ও খঞ্জনপাড়া এলাকার সগেন আলীর ছেলে আব্দুল আলিম (৩০)।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল করীম জানান, রাতে শাহজাদপুর সমবায় পেট্রোল পাম্প এলাকায় একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় পাবনা জেলার বেড়া থেকে মোটরসাইকেলে আমিনুল ও তার সঙ্গী আলিম বাড়ি ফিরছিলেন। সমবায় পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খায়।
এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আমিনুলের মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় আলিমকে রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।