প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ শেষে রাজধানীতে আসতে শুরু

সংবাদদাতা : প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ শেষে রাজধানীতে আসতে শুরু করেছেন মানুষজন।

সোমবার রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালে বাড়ি থেকে ফেরা মানুষের স্বাভাবিক ভিড় দেখা গেছে।

যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া নিয়েছে ফুলবাড়িয়া টার্মিনালে আসা আন্তঃজেলা বাস পরিবহনগুলো।

ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, পদ্মা, ইলিশ, আনন্দ, বিআরটিসি, সুন্দরবন, অভিযান, ধানসিড়িসহ বিভিন্ন পরিবহন থেকে যাত্রীরা নামছেন।

আরমানিটোলার বাসিন্দা হেমায়েত আল কায়েস বলেন, পরিবারের সঙ্গে ঈদ করে ফরিদপুর থেকে ঢাকায় ফিরলাম। সোমবার অফিস খুলেছে তাই চলে এসেছি। যাওয়ার ও আসার সময় বাড়তি দামে টিকিট সংগ্রহ করতে হয়েছে বলে জানান তিনি।

টার্মিনালে কথা হয় নাসির উদ্দনের সঙ্গে। তিনি বলেন, অফিস খুলেছে। তাই মা-বাবার সঙ্গে ঈদ করে চলে এলাম। আসতে মন না চাইলেও চলে এলাম। কারণ ঈদে বাড়তি ছুটি পাইনি। এখান থেকে (ঢাকা) মাদারীপুর ২০০ টাকা ভাড়া হলেও আসতে-যেতে ৪৫০ টাকা করে ভাড়া দিয়েছি।

কথা হয় ফুলবাড়িয়া ইমাদ পরিবহনের কাউন্টারের টিকিট মাস্টার রবিউলের সঙ্গে। তিনি বলেন, ঢাকায় যাত্রী নামিয়ে খালি গাড়ি চালিয়ে যেতে হয়। রাস্তায় যানজট রয়েছে। এ কারণে বাড়তি ভাড়া নিতে হচ্ছে। এছাড়া রাস্তায় বিভিন্ন নামে বকশিশ দিতে হয়। এ টাকা যাত্রীদের কাছ থেকে আয় করে দিতে হবে। তাই ঈদের সময় কিছু বাড়তি টাকা নেওয়া হয়।