ফতুল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নারায়ণগঞ্জে মসজিদে রহস্যময় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জেলার ফতুল্লায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ফেরদৌসি আরা সামিহা (৪৭) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে ফতুল্লার দক্ষিণ নয়ামাটি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী নিজাম উদ্দিন চৌধুরীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে নিজাম উদ্দিন স্ত্রী সামিহাকে ছুরি দিয়ে গলায় ও পেটে আঘাত করে। পরে সামিহাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।