বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তানের সাম্প্রতিক বৈরিতাকে কেন্দ্র করে এবার ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটি বয়কট করল পাকিস্তান।
পাকিস্তানের প্রদর্শক ইন্ডাস্ট্রির একটি সূত্র বলেন, ‘ কোনো পরিবেশক সিনেমাটি এখানে (পাকিস্তানে) আনতে রাজি না হওয়ায় এটি প্রোগ্রাম তালিকায় নেই।’
আইএমজিসি গ্লোবাল এন্টারটেইনমেন্ট নামের পাকিস্তানের একটি পরিবেশক কোম্পানির চেয়ারম্যান আহমেদ রশিদ বলেন, ‘দুই দেশের বর্তমান পরিস্থিতির কারণে আমরা সিনেমাটি মুক্তির না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, ভারতীয় সিনেমা পাকিস্তানে খুব ভালো ব্যবসা করে এবং বিদেশে বলিউডের তৃতীয় বৃহত্তম বাজার এটি। তাই ধোনির বায়োপিক বয়কটের বিষয়টি সিনেমার বক্স অফিসে প্রভাব ফেলবে।
এদিকে গত ২৩ সেপ্টেম্বর লাহোর হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়। সেখানে বলা হয়, কাশ্মীর সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ভারতীয় সিনেমা পাকিস্তানে নিষিদ্ধ করা হোক। এ পিটিশনটি দায়ের করেন আজহার সিদ্দিকি নামের একজন আইনজীবী। তার মতে, স্থানীয় প্রেক্ষাগৃহে বলিউড সিনেমা প্রদর্শনের মাধ্যমে পাকিস্তান এবং কাশ্মীরের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক নীরাজ পান্ডে এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।
এর আগে ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি তোলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। ভারতে অবস্থানরত পাকিস্তানি শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার সময়সীমাও বেধে দেয় তারা। শোনা যাচ্ছে, সে কারণে অভিনেতা ফাওয়াদ খান গতকাল গোপনে ভারত ছেড়েছেন।
কিছুদিন আগে কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হয়। এর পরই পাক-ভারত সম্পর্কে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।