
the_post_thumbnail_caption(); ?>

সূর্য প্রতিদিন যেমন আলোকিত করে আমাদের চার-পাশ তেমন দিন শেষে ডুবে যায় তার আপন মহিমায়, তার ডুবে যাওয়ায় দৃশ্য যেন মন কাড়ে অনেকের, ডুবে যেতে রেখে যায় অপরূপ কিছু ছবি আর বলে যায় জীবন থেকে হারিয়ে গেল আরেকটি দিন। জিবনে সকলে আপনাকে ছেড়ে চলে গেলেও এই প্রকৃতি আর তার সৌন্দর্য আপনাকে কখনো একা ছেড়ে যাবে না, আপনার একান্তের সময় সাথী হয়ে রয়ে যাবে পাশেঃ ছবি তৌফিকুল ইসলাম খান