মারা গেলেন ‘হ্যারি পটার’ অভিনেতা পল রিটার

হ্যারি পটার-র জনপ্রিয় অভিনেতা পল রিটার ব্রেন টিউমার নিয়ে ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। কিন্তু আর লড়াই করতে পারলেন না। ৫৪ বছর বয়সেই কঠিন রোগের কাছে হার মানতে হল তাকে।

গত সোমবার সন্ধেবেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি জানায় পল এর মুখপাত্র। তার মৃত্যুতে শোকাহত হলিউড।

পলের মুখপাত্র বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পল রিটার গত রাতে মারা গিয়েছেন। সেই সময় পাশে ছিলেন স্ত্রী পলি, ছেলে ফ্র্যাঙ্ক এবং নোহ। বাড়িতেই মৃ্ত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪। মস্তিষ্কে টিউমারে ভুগছিলেন তিনি। পল এক ব্যতিক্রমী প্রতিভাবান অভিনেতা ছিলেন। অসাধারণ দক্ষতার সঙ্গে মঞ্চ থেকে পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি প্রচণ্ড বুদ্ধিমান, দয়ালু এবং খুব মজার ছিলেন। আমরা বিশেষভাবে তাকে মিস করব।”