হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করলো নওমুসলিম ইসমাইল খানঁ !!

কহিনুর পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলা রতনদী তালতলী ইউনিয়নের, উলানিয়া বন্দরের ধীরেন দত্তের ছেলে বর্তমান নওমুসলিম মোঃ ইসমাইল এখন নতুন জীবনপথে পরিবার নিয়ে সুখি সংসার করছেন বলে জানা যায়। সরজমিনে জানা যায়, নওমুসলিম ইসমাইল খান, ছোট বেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি অনুপ্রেরিত ছিলো। সেই থেকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাককে নওমুসলিম ইসমাইল খান। তিনি আরো জানান, আমি সরকারী আইনী বিধিমোতাবে জানায়  ২০১৭ ইং সালে ৩ আগষ্ট তারিখে মোকাম পটুয়াখালী নোটারী পাবলিক কার্যালয় থেকে নিজ ইচ্ছায় হিন্দু ধর্ম থেকে মুসলিম এসে এখন নিয়মিত ইসলামিক ধর্ম পালন করে, উলাবন্দের আদিবাসী সেলিম ঘরামির মেয়ে তারা বেগমকে বিবাহ করে দিনমুজরী করে দারিদ্রসীমায় সংসার করে আসলেও জাতীয় পরিচয় পত্র নিয়ে নানা বিরাম্ববনার শিকার হচ্ছি। সরকারী সহয়োগতা পেলে কাজকর্ম করে জীবিকা উপার্জনে সহজ হতো বলে জানায় নওমুসলিম ইসলাম খানঁ। এ বিষয়ে রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান, প্রতিবেদককে মুঠোফোনে  আসলে ধর্ম নিয়ে বারাবারি করা সব ধর্মেই নিষেধ আছে। তবে, ধর্ম পরিবর্ত করা এটা ব্যক্তি স্বাধীনতা। আমি তার এবং সকলের  সার্বিকভাবে মোঙ্গল কামনা করি বলে জানান।