আজও দৌলতদিয়ায় ৪ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি: প্রতিদিনের মতো আজ শনিবারও পদ্মা নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া প্রান্তে এমন চিত্র দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীবাহী বাসের চাপ অনেকটাই কম।
আজ দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে ২টি স্রোতের কারণে চলতে পারছে না। এই রুটে বর্তমানে ১৩টি ছোট-বড় ফেরি চলাচল করছে।

নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত স্রোতের কারণে নদী পার হতে সময় লাগছে দ্বিগুণ। যে কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।