কেমন নেতা চাই?

বিশেষ প্রতিনিধি; ঢাকাঃ নির্বাচন আমাদের সবার কাছে একটি পরিচিত শব্দ। আমরা সবাই জানি নির্বাচন কি। রাজনৈতিতে অংশগ্রহণ করতে হলে আপনাকে কোন দল বা গত্রের অধীনে যেতে হয়। রাজনৈতিক জীবনে সবার একজন গুরু বা শিক্ষক থাকে। নেতা হওয়ায় সহজ নয়। কিন্তু কেমন নেতা হবেন আপনি, কাকে অনুসরণ করে রাজনৈতিক জীবনে এগিয়ে যাবেন? সেটা বড় প্রশ্ন, কিন্তু আপনি যদি জামা-কাপুড়ের মত প্রতিদিন দল আর নেতা পরিবর্তন করতে থাকেন তাহলে সঠিক দল বা নেতা পাবেন না, সঠিক রাজনীতিবিদও হতে পারবেন না।

আর প্রতিদিন দল ও নেতা পরিবর্তন করেন তারা তাহলে কেমন নেতা? না প্রকাশে অনিচ্ছুক এক ভোটারের সাথে কথা হয় আমাদের। ভোটার বলেন; আমি ছোট বেলা থেকে দেখেছি এমন কিছু ব্যক্তিকে যারা আজ এই দল কাল ওই দল পরশু আরেকদলের বড় নেতা। কখনো এক নেতার খুব কাছের লোক আবার তার প্রয়োজন শেষ হয়ে গেল অন্য নেতার পিছনে তাদের দেখা যায়। আর এইসব নেতারা বেশি সক্রিয় থাকেন নির্বাচনকালী সময়ে দলে দলে ভাগ হয়ে বিভিন্ন নেতার প্রচার-প্রচারণায় দিন রাত কাজ করে যান, জনসম্মুখে তাদের কম দেখা যায়। নির্বাচনের পর সাধারণ মানুষ তাদের সেই চেহারা সম্পর্কে আর মনে রাখে না। দলে ভাঙ্গন ধরাতে এই নেতা খুব বেশি পারদর্শী।
তাহলে প্রশ্ন হল আমরা কেমন নেতা চাই?