তাড়াশে তিন ছিনতাইকারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

তানজির হাসান টিটু সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:  সিরাজগঞ্জের তাড়াশে ছিনতাইকালে এলাকাবাসী তিন ছিনতাইকারী কে আটকের পর গণ ধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার তালম ইউনিয়নের হাড়িশোনা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

তাড়াশ থানার এসআই মাজেদুর রহমান জানান, বিকেলে নাটোর জেলার সিংড়া উপজেলার ফিড ব্যবসায়ী মিজানুর রহমান বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুরে নারিশ ফিড ফ্যাক্টরীতে ১টি পিকআপ ভ্যানে ৯৭ হাজার টাকা নিয়ে তাড়াশ-শেরপুর আ লিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার হাড়িশোনা এলাকায় আসলে তিন ছিনতাইকারী মটর সাইকেল যোগে এসে পিকাপের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে হাড়িশোনা গ্রামের লোকজন ওই তিন ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করে। আটককৃত তিন ছিনতাইকারী হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার সমারকোড় গ্রামের মাহাতাব আলীর ছেলে সজিব মোল্লা (২১), একই গ্রামের ইসমাইল প্রামানিকের ছেলে জিয়াউর রহমান (২৫) ও কাচুর ছেলে নজরুল ইসলাম (৩০)। পরে এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে রাত ৮টার দিকে তাড়াশ থানা পুলিশে সোর্পদ করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এঘটনায় তাড়াশ থানায় মামলা দায়ের হয়েছে।