বেড়ায় মে দিবস উদযাপিত

আব্দুল হান্নান, পাবনাঃ আজ মহান মে দিবস (০১-০৫-২৪) Iআজকের দিনে প্রতিপাদ্য বিষয় হলো”শ্রমিক মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” |বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শ্রমিক সংগঠন ও শ্ৰম মন্ত্রণালয় সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো মে দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
পাবনা জেলার বেড়া উপজেলাও এর ব্যতিক্রম নয় ।বেড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক র‍্যালি বের করা হয় | র‍্যালিটি বেড়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে বেড়া সিএনবি বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে ফকির প্লাজায় এসে সমাপ্ত হয় | রেলি শেষে এক পথ সভার আয়োজন করা হয়।
পথসভার শুরুতে জনাব মোঃ আব্দুল হান্নান,স্থানীয় শ্রমিক নেতা একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন ।আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ আব্দুল হান্নান,সভাপতি, বেড়া প্রেস ক্লাব |তিনি তার বক্তব্যে মে দিবসের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন ।তিনি বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে “হে “মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন |সেই থেকে আজ পর্যন্ত সমগ্র বিশ্বে মে মাসের প্রথম দিন মে দিবস হিসেবে  পালন হয়ে আসছে ।তিনি আরো বলেন যে,এই মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য সকল দেশে শ্রমিকদের দাবি দাওয়া আশা-আকাঙ্ক্ষা কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করে থাকে ।তিনি বলেন মানবাধিকার, , সমাজতন্ত্র ও মানবিক বিশ্বের আদর্শ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে শ্রমজীবী মানুষের আত্ম নিবেদন |প্রধান অতিথি বলেন,সব ধরনের শ্রমিক তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া |একজন শ্রমিকের অধিকার আছে তারপর পরবর্তী প্রজন্মের সদস্যরা  শিক্ষা দীক্ষা গ্রহণ করে সমাজের মূল স্রোতে মিশে যেতে পারে |একজন শ্রমিকেরও আছে মৌলিক অধিকারগুলো ভোগ করা |সবশেষে প্রধান অতিথি ডাক্তার আব্দুল হান্নান বলেন যে,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকেরা তাদের সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাবে |
এখানে উল্লেখ্য যে,বেড়া রিক্সাশ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়নসহি  বিভিন্ন শ্রমিক গোষ্ঠী মে দিবসের র‍্যালিতে যোগদান করেন | সকল শ্রমিক তীব্র গরমের মাঝে ধৈর্য্য ধারন করে র‍্যালিতে অংশ গ্রহন করেন | সব শেষে বাংলাদেশ শ্ৰমিক কল্যান ফেডারেশন এর সভাপতি আবুজর গি ফারীর সমাপনি ভাষণের মধ্য দিয়ে মে দিবসের আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন |