দূতাবাসের হেল্পলাইন, শ্রীলঙ্কায় বাংলাদেশি হতাহতের তথ্য নেই

কূটনৈতিক প্রতিবেদকঃ শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা বিস্ফোরণে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিকের তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনার পরপরই হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। নম্বরটি হলো +৯৪১১৭৩৯৯৪৫৩।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে ফেসবুক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের কারও কোনো সহযোগিতার প্রয়োজন হলে বা কারও ক্ষয়ক্ষতি হয়ে থাকলে আমাদের হাইকমিশনের কর্মকর্তা মোসা. মাহমুদার (+৯৪৭১২৪০৬৩১৩) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন শাহরিয়ার আলম।

উল্লেখ্য, ইস্টার সানডের সকালে রোববার কলম্বোর বিলাসবহুল সিনামুন গ্রান্ড, শাঙ্গরি-লা ও কিনসবুরি হোটেল ও কলম্বোর সেন্ট অ্যান্থনি গির্জা, নিগোম্বোর সেন্ট সেবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় বোমা হামলায় এখন পর্যন্ত ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় পাঁচ শতাধিক।