ফকিরহাটে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জরুরী সভা

ফকিরহাট প্রতিনিধি ঃ বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ উপকূলের দিকে ধেয়ে আসছে। এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় শুক্রবার বিকেল ৪টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যানগন শিরিনা আক্তার কিসলু, মোঃ রেজাউল করিম ফকির, খান শামিম জামান পলাশ, এ্যাডঃ হিটলার গোলদার, উপজেলা মৎস্য অফিসার অভিজিৎ শীল, কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা, ডাঃ মৌসুমী আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করিম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ, আনসার বিডিবি অফিসার আয়েশা আক্তার, উপ-সহকারি উদ্ভীদ ও সংরক্ষণ অফিসার নয়ন সেন প্রমূখ। এসময় সার্টিফিকেট সহকারি বিষ্ণু পদ ঘোষ, উপ-সহকারি প্রকৌশলী শেখ বোরহান উদ্দিন, আবু সাঈদ, সাংবাদিক মান্না দে সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউএনও জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় উপজেলার সকল সরকারী কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষর ও ৯ ইউনিয়নে মোট ১৬টি আশ্রয়কেন্দ্র এর পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। এছাড়া মাইকিং করা হবে বলে জানিয়েছেন। নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে রয়েছেন প্রকল্প বাস্তবায়ন অফিসার সাঈদা দিলরুবা সুলতানা।