ফেদেরারের বিদায় দিমিত্রভের কাছে হেরে

খেলা ডেস্কঃ টেনিসে তার আদর্শ রজার ফেদেরার। ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড বা সার্ভ সবকিছুতেই দুজনের অস্বাভাবিক মিল। তাই ভক্তরা তাকে আদর করে ডাকে ‘বেবি ফেদেরার’। সেই ‘বেবি ফেদেরার’ তথা গ্রিগর দিমিত্রভের কাছে হেরেই ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সুইস কিংবদন্তি।

জীবনে যার কাছে কখনোই হারেননি, সেই ৭৮তম বাছাই দিমিত্রভের কাছে ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-২ গেমে হেরে গেছেন ফেদেরার।

ম্যাচের চতুর্থ সেটের পর ‘মেডিক্যাল টাইমআউট’ নিয়েছিলেন ৩৮ বছর বয়সী ফেদেরার। এরপর ট্রেনারের সঙ্গে মাঠও ছেড়ে যান তিনি। তবে কিছুক্ষণ পরে তিনি ফিরে আসেন।

১০ মিনিট বিরতি দিয়ে খেলা শুরু হওয়ার পর ফেদেরারকে তার চেনা রূপে পাওয়া যায়নি। এর আগে দিমিত্রভের বিপক্ষে তার জয়ের ব্যবধান ছিল ৭-০, ১৮ সেটের ১৮টিতেই জয়।

দিমিত্রভকে হারাতে পারলেই একটা মাইলফলক ছুঁতে পারতেন ফেদেরার। ১৯৯১ সালে ফ্লাসিং মিডোসে সেমিফাইনালে উঠে রেকর্ড গড়েছিলেন ৩৯ বছর বয়সী জিমি কনর্স। পরের নামটা ফেদেরারের হতে পারতো।

এছাড়া এবার চ্যাম্পিয়ন হলে ফেদেরারের ভাণ্ডারে যুক্ত হতো ষষ্ট ইউএস ওপেন আর সবমিলিয়ে ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

এদিকে এই জয়ে ক্যারিয়ারের তৃতীয় মেজর সেমিফাইনালে পা রেখেছেন দিমিত্রভ। তবে নিউইয়র্কে এবারই প্রথম। আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) পঞ্চম বাছাই রাশিয়ান তারকা দানিল মেদভেদেভের মোকাবিলা করবেন দিমিত্রভ।