ফ্রান্সে বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিলেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে গত চার সপ্তাহ ধরে চলা সহিংস বিক্ষোভের প্রতিক্রিয়ায় সর্বনিম্ন মজুরি বাড়ানো ও জ্বালানি তেলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়ে বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জীবন যাপনের ব্যয় বৃদ্ধি ও অন্যান্য বিষয়ের বিরুদ্ধে গত চার সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ গোটা দেশ সহিংস বিক্ষোভ মধ্য দিয়ে গেছে। বলা হচ্ছে, বিগত কয়েক দশকের মধ্যে ফ্রান্সে এটিই সবচেয়ে বড় সহিংস বিক্ষোভের ঘটনা।

সহিংস বিক্ষোভের প্রেক্ষিতে সোমবার জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। জাতির উদ্দেশে দেয়া ওই ভাষণে বিক্ষোভের ঘটনার নিন্দা জানালেও তিনি বলেন, ‘বিক্ষোভকারীরা যে ক্ষোভ দেখিয়েছেন তা সত্যিই অনেক গভীর ও অনেকে ক্ষেত্রে বেশ কিছু বিষয় যৌক্তিক।’

ম্যাক্রোঁ এসময় ২০১৯ সাল থেকে সর্বনিম্ন মজুরি ১০০ ইউরো বাড়ানোর প্রতিশ্রুতি দেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, এখন থেকে অল্প আয়ের পেনশনভোগীদের জন্য পরিকল্পিত শুল্ক বাড়ানোর প্রস্তাব বাতিল করা হলো, অতিরিক্ত সময়ের মজুরির ক্ষেত্রে আর কোনো শুল্ক নেয়া হবে না ও মালিক পক্ষ বছর শেষে কর্মচারীদেরকে শুল্কমুক্ত বোনাস দেবেন।

তবে বিক্ষোভকারীরা ধনী ব্যক্তিদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের যে প্রস্তাব দেন তা নাকচ করেন তিনি। তিনি বলেন, ‘এটা আমাদের দূর্বল করবে। বরং আমাদের আরও চাকরির সুযোগ তৈরি করতে হবে।’

সর্বনিম্ন মজুরি শতকরা সাত শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। আর এই অতিরিক্ত মজুরি মালিক পক্ষের পরিবর্তে সরকারিভাবে দেয়া হবে বলেও জানান তিনি।

ফ্রান্সভিত্তিক টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেশটির সরকার বিষয়ক মন্ত্রী অলিভার ডাসসপ্ট বলেন, সব মিলিয়ে এই সব কিছুর ব্যয় হবে কমপক্ষে আট থেকে দশ বিলিয়ন। তিনি বলেন, ‘আমরা এখন ফাইন টিউনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি এবং দেখার চেষ্টা করছি এই অর্থায়ন কিভাবে করা যায়।’