বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

‘জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই’ শ্লোগান নিয়ে তিন দিনের সম্মেলন উদ্বোধন করা হবে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে।

আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সম্মেলনের শেষ দিনে নির্বাচন করা হবে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব।

সোমবার উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্মেলন উদ্বোধন করবেন ভাষাসৈনিক ও ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু এবং বিশিষ্ট শিক্ষাবিদ উদীচীর সাবেক সভাপতি অধ্যাপক যতীন সরকার। সন্ধ্যায় পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৩ ও ২৪ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে চলবে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন। ওই দু’দিনও সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। দেশের বিভিন্ন অঞ্চলের উদীচীর শিল্পী-কর্মীরা উপস্থাপন করবেন আবহমান বাংলার ঐতিহ্যের ধারক-বাহক নানা বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা।

২৪ ডিসেম্বর বিকেলে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

সম্মেলন সফল করতে উদীচীর সভাপতি কামাল লোহানীকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক প্রবীর সরদারকে আহ্বায়ক করে ৯২ সদস্যের প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।