বাউফলে সুবিধাবি ত চরবাসীদের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে সুবিধাবি ত চরবাসীদের জন্য হেলথ ক্যাম্প আয়োজন করেছে গ্রানাউস নামে একটি স্থানীয় সংগঠন। ১৮ মে শনিবার সকালে বিনামূল্যে ব্যবস্থাপত্র,ওষুধ বিতরন এবং মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একশনএইড বাংলাদেশ (বিএফআই) প্রকল্পের আর্থিক সহযোগিতায় গ্রামীণ নারী উন্নয়ন সংস্থা (গ্রানাউস বাস্তবায়নে একসেস এবিলিটি ইন পাবলিক সার্ভিস থ্রো ইয়ুথ লিডারশীপ প্রকল্প আওতাধীন এ সেবার আয়োজন। গ্রানাউস এডমিন অফিসার রেজাউল করিম দিনের শেষে হেলথ ক্যাম্প সমাপনি ঘোষনা করেন।

উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মধ্য চরমিয়াজান অনুষ্ঠিত হেলথ ক্যাম্প উদ্বোধন করেন বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা ডা: মো: জাফর। এ সময় মেডিকেল টিমে ছিলেন এফ ডাবিøউ এ কহিনুর বেগম, সার্ভিস প্রোভাইটর মো: ছিদ্দিকুর রহমান, ব্র্যাক স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক উন্নয়ন কর্মী মোসা: মরিয়ম বেগম, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।