ব্যাপক পরিবর্তন আসছে বাংলাদেশ দলে

খেলা ডেস্কঃ চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পরের দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্স করা সৌম্য সরকার। আর সুযোগ হয়েছে দুই অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলামের।

বিশ্বকাপ থেকেই নিজের ব্যাটিংয়ের মান ধরে রাখতে পারেননি সৌম্য। এরই ধারাবাহিকতায় ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪ ও ০ রান। ফলে নির্বাচকরা তার ওপর আর ভরসা করেননি। এছাড়া বাদের তালিকায় আরও রয়েছেন মেহেদি হাসান, ইয়াসিন আরাফাত মিশু ও দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া আবু হায়দার রনি।

পরের দুই ম্যাচে রুবেল ও শফিউলের সঙ্গে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ ও আমিনুল বিপ্লবকে। এই তিনজনই এর আগে কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। যদিও শান্ত’র টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।