মাদারীপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী কালাই মুন্সিকে ইয়াবাসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ

আরিফুর রহমান: মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার টেকেরহাট বাসস্টান্ড এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী কালাই মুন্সিকে ইয়াবাসহ আটক করেছে জেলা ডিবি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট বাসস্টান্ড এলাকায় কতিপয় ব্যাক্তিরা মাদকদ্রব্য বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই মোবারক হোসেন, এএসআই আল-আমিন খন্দকার ও শফিউল বাসার সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী কালাই মুন্সি(৩০)কে একশো পঞ্চাশ পিচ ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহারকৃত ৪টি মোবাইলফোনসহ আটক করা হয়। আটককৃত কালাই মুন্সি সদর উপজেলার বাহেরচর কাতলা এলাকার জৈনিক আলমগীর মুন্সির ছেলে।

ডিবিপুলিশ’র এএসআই আল-আমিন খন্দকার জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী কালাই মুন্সিকে গ্রেফতার করায় অত্র এলাকার বিভিন্ন লোকজন পুলিশকে ধন্যবাদ জানিয়েছে। এর বিরুদ্দে সদর থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কালাই মুন্সিকে ইয়াবাসহ আটক করে। আসমির বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।