যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করায় দুই মার্কিন নৌসেনাকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্কঃ অবৈধভাবে মেক্সিকোর বেশ কয়েকজন শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করায় দুই মার্কিন নৌসেনাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় একটি আদালতের নথি অনুযায়ী, টাকার বিনিময়ে এ কাজ করেছিলেন ওই দুই মার্কিন নৌসেনা।

ওই নথিতে বলা হয়েছে, গত ৩ জুলাই ক্যালিফোর্নিয়ার সঙ্গে মেক্সিকোর জাকুম্বা সীমান্তের কাছ থেকে বিরোন ডার্নেল এবং ডেভিড জেভিয়ার সালাজারকে গ্রেফতার করা হয়।

সীমান্ত থেকে প্রায় ছয় মাইল পথ পাড়ি দিয়েছিল ওই শরণার্থীরা। তাদের সহায়তা করেছিল গ্রেফতার হওয়া ওই মার্কিন নৌসেনারা। তিন অবৈধ শরণার্থীকে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মেক্সিকোর ওই শরণার্থীরা মার্কিন নৌসেনাদের গাড়িতে করে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ৮ হাজার ডলার দেয়ার জন্যও প্রস্তুত ছিল। তবে তারা এই অর্থ কার কাছে দিতে চেয়েছিল তা এখনও নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রে প্রবেশে অবৈধ শরণার্থীদের সহায়তা করার এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও মার্কিন সেনা সদস্যদের ওপর এ ধরনের অভিযোগ উঠেছে।