রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বুধবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তরগেট থেকে মিছিলটি শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি পল্টনমোড় ঘুরে আবার বায়তুল মোকাররম গিয়ে শেষ হয়।

মিছিলের আগে খেলাফত আন্দোলনের আমির হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান, কেন্দ্রীয় নেতা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা সানাউল্লাহ, মাওলানা সুলতান মহিউদ্দীন, মাওলানা মোহাম্মাদ হুসাইন, মুফতি আকরাম হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু তাহের প্রমুখ।

হাফেজ মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী বলেন, মিয়ানমার সরকার আরাকানে সাধারণ নিরীহ, নিরস্ত্র রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিতভাবে হত্যা ও নির্যাতন করে চলছে। গ্রামের পর গ্রাম, মসজিদ-মাদ্রাসা, হাজার হাজার মুসলিমদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অসহায় মুসলিম নারীরা ধর্ষণের শিকার হয়ে সম্ভ্রম হারাচ্ছেন। নারী- শিশু ও বৃদ্ধের আর্তনাদে আকাশ-বাতাস ভারি হয়ে গেছে। বর্বর এ গণহত্যার বিরুদ্ধে মুসলিম বিশ্ববাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।