লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা

লিবিয়ায় বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা জানিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। শুক্রবার (২৯ মে) এক বার্তায় নিন্দা জানায় দূতাবাসটি।

ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বার্তায় বলেন, লিবিয়ায় ২৬ জিম্মি বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আমরা এই বর্বর ও সন্ত্রাসী কাণ্ডের তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, সেখানে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানাই। একইসঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করি।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে লিবিয়ায় জিম্মি ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেন মানবপাচারকারী। এ ঘটনায় আরও ১১ জন বাংলাদেশি আহত হন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজন বাংলাদেশি পালিয়েছেন। মোট ৩৮ জন বাংলাদেশি জিম্মি ছিলেন সেখানে।