লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিকঃ মঙ্গলবার (২০ আগস্ট) আন্তর্জাতিক দাতব্য চিকিৎসক সংস্থা মেডিসিন সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সঙ্গত সব কারণেই আমরা আশঙ্কা করছি যে, শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু নিশ্চিত ভাবে কেউ কোনো দিন তা জানতে পারবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ব্যাপারে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের পাওয়া যায়নি।

ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমাতে অভিবাসী ও শরণার্থীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট র‍্যুট।

গত মাসেও দেশটির রাজধানী ত্রিপোলির পূর্বে কোমাস উপকূলে প্রায় আড়াইশ’ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে যায়। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ইরিত্রিয়া ও সাব-সাহারা অঞ্চলের নাগরিক।

পরে লিবিয়ার কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা একশ’ ৩৪ জনকে উদ্ধার করে। আরও প্রায় একশ’ ১৫ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। চলতি বছরেই ভূ-মধ্য সাগরে নৌকাডুবিতে ছয় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।