সম্মেলন হল ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘হল সম্মেলন’ এর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার ১২টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান সম্মেলনের উদ্বোধন করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

উদ্বোধনী বক্তব্যে আবিদ আল হাসান বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরাই এ প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সম্মেলনের আয়োজন করেছি। ব্যতিক্রমী এ আয়োজনের মধ্য বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হলগুলোতে এক ঝাঁক তরুণ মেধাবী নেতৃত্ব গড়ে উঠবে।’

তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে সারা দেশের ছাত্র নেতা-কর্মীরা অনুসরণ করে। তাই যারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নেতৃত্ব আসবে, তোমাদের প্রত্যেককে হতে হবে এক একটা আদর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থীর অসুবিধা হলে তোমাদের এগিয়ে আসতে হবে। আগামীর দেশ গড়ার যোগ্য নেতা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’

মোতাহার হোসনে প্রিন্স বলেন, ‘ছাত্রলীগের কাজ শুধু রাজনীতি নয়। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে দেশের সেবক হিসেবে কাজ করতে হবে। বিপদে-আপদে সবার সহযোগিতায় এগিয়ে আসতে হবে। শুধু নেতৃত্বে গ্রহণ করলেই হবে না। এর সঠিক ব্যবহার করতে হবে। ছাত্রলীগের মূল লক্ষ্য বাস্তবায়নে নিজেকে সদা প্রস্তুত রাখতে হবে। আজকে যে নেতৃত্বে আসবে তাকে সকলে মিলে এগিয়ে নিতে হবে। কোনো গ্রুপিং না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন-ভিশন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’