
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে মৃত্যুও আক্রান্তের সংখ্যা কঠোর লকডাউনেও থামানো যাচ্ছে না করোনা শনাক্তের হার।
রোববার (৮ আগস্ট) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কিশোরগঞ্জে দুজন এবং ভৈরব উপজেলার ৩ জন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন এবং বাকি ২ জনের বাড়িতে মারা যান।
পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩ জন। এ পর্যন্ত মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী: জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৩ জনে।
চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত আরও ৯৩৩ জন। মৃতরা সবাই জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৬ জনে।
চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন।
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহে ১২ জন, সাতক্ষীরায় একজন, কুষ্টিয়ায় ১২, বরিশালে ১১ জন, ঝিনাইদহে ৪ জন, ঠাকুরগাঁওয়ে একজন, কিশোরগঞ্জে একজন, ফরিদপুরে ১৯ জনের মৃত্যু হয়েছে।