করোনা: সারাদেশে ১০৬ জনের মৃত্যুর খবর

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে মৃত্যুও আক্রান্তের সংখ্যা কঠোর লকডাউনেও থামানো যাচ্ছে না  করোনা শনাক্তের হার।

রোববার (৮ আগস্ট) এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হ‌য়ে‌ছে। তা‌দের ম‌ধ্যে কি‌শোরগ‌ঞ্জে দুজন এবং ভৈরব উপ‌জেলার ৩ জন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ক‌রোনা ইউ‌নি‌টে চি‌কিৎসাধীন অবস্থায় ৩ জন এবং বা‌কি‌ ২ জ‌নের বা‌ড়ি‌তে মারা যান।

পঞ্চগড়: পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আরও ৪১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩ জন। এ পর্যন্ত মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে।

নোয়াখালী: জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৩ জনে।

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত আরও ৯৩৩ জন। মৃতরা সবাই জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৬ জনে।

চাঁদপুর: চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ময়মনসিংহে ১২ জন, সাতক্ষীরায় একজন, কুষ্টিয়ায় ১২, বরিশালে ১১ জন, ঝিনাইদহে ৪ জন, ঠাকুরগাঁওয়ে একজন, কিশোরগঞ্জে একজন, ফরিদপুরে ১৯ জনের মৃত্যু হয়েছে।