যাদুরানী হাটে

অতিরিক্ত হাসিল বা টোল আদায়ে ইজারাদারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় যাদুরানী হাটে অতিরিক্ত হাসিল বা টোল আদায় করার অপরাধে  ২২ আগস্ট ২০২৩, ইং তারিখে  হাটের ইজারাদারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে যাদুরানী বাজারে  প্রতিটি গরু হাসিল ২৩০ টাকা স্থলে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছিল। জনসাধারণের  অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশনায় হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান যাদুরানী হাট পরিদর্শন করেন। গরুর বাজারে সরেজমিনে ক্রেতাদের অভিযোগ শুনেন এবং  সরকারি নীতিমালা ভঙ্গ করে অতিরিক্ত হাসিল বা টোল আদায়ের প্রমান পেয়ে ইজারাদারকে অপরাধে  ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
যাদুরানী হাটে অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, হাটের ইজারাদার কে ৩০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে সতর্ক করা হয়েছে।  ভবিষ্যতে আর অতিরিক্ত হাসিল আদায় করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।