অতীতের যে কোনো সময়ের চেয়ে মহাসড়কের অবস্থা ভালো: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

অতীতের যে কোনো সময়ের চেয়ে মহাসড়কের অবস্থা ভালো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে ঈদযাত্রা উপলক্ষ্যে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষ কোনো রাস্তায় যেন কোনো অবস্থাতেই দুর্ভোগের শিকার না হন, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন।

সেতুমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের দিকে সব সময় যে সমস্যা হয়, আমরা সেটা এবার ওভারকাম করেছি। সেখানে নলকা ছিল দীর্ঘদিনের একটা সমস্যা। আমরা নলকা সেতু করেছি। কাজেই সেখানে কোনো সংকট হবে বলে আমার মনে হয় না।

মন্ত্রী বলেন, আমরা গাজীপুরে তিনটা উড়ালসড়ক খুলে দিয়েছি। সেখানে আর সমস্যা হবে না। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়ক ভালো আছে।

ওবায়দুল কাদের বলেন, একটু ভিড় দেখলেই অনেকে রং রোডে চলে যায়। রং রোডে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকা অনেকক্ষণ ধরে যানজটে থাকে। এবার আমরা বিষয়টাকে কঠোরভাবে দেখভাল করছি।