‘অধিনায়কই তো পেস বোলিং অলরাউন্ডার’

ক্রীড়া প্রতিবেদক : দীর্ঘদিন ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে বাংলাদেশ। অনেক খেলোয়াড়কেই আশা করে জাতীয় দলে দেওয়া হয়েছিল সুযোগ। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নিতে পারেননি তারা। এ তালিকাটাও খুব বড় নয়। মুশফিকুর রহমান বাবু, ফরহাদ রেজা, জিয়াউর রহমান কিংবা আবুল হাসান রাজু আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে বেশিদিন সার্ভিস দিতে পারেননি।

নতুন ক্রিকেটারদের মধ্যে সাইফউদ্দিনকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে পাওয়া যাচ্ছে না। একমাত্র ভরসা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নির্বাচক প্যানেলও তার ওপর আস্থা রেখেছে। তাই তো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বললেন ‘আমাদের অধিনায়কই তো পেস বোলিং অলরাউন্ডার। ও-ই চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের পেস বোলিং অলরাউন্ডারের অভাব দূর করবে।’

শেষ দিকে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে মাশরাফি কার্যকরী। বড় শট খেলতেও পারদর্শী টাইগার দলপতি। এজন্য চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে ঘিরেই স্বপ্ন বুনছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার বিশ্বাস মাশরাফি শেষ দিকে ভালোভাবেই প্রয়োজন মেটাতে পারবেন। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২২৪ উইকেট শিকার করা মাশরাফি ব্যাট হাতে ওয়ানডেতে রান করেছেন ১৫৫৬।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া সাইফউদ্দিনকে নিয়ে নিজের আশা কথা জানিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সাইফ উদ্দিনকে আমরা এরই মধ্যে টি-টোয়েন্টি খেলিয়েছি। ও ইমার্জিং কাপেও খেলেছিল। ওকে ধীরে ধীরে উন্নতি করাতে হবে। ওর যথেষ্ট যোগ্যতা আছে।’