অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

সারাদেশে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল আগামী ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী রাশিদা চৌধুরী নীলু ও জারিন রহমান।

আইনজীবী রাশিদা চৌধুরী নীলু জানান, হাইকোর্ট বেঞ্চ ৯২ টি নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া বাকি সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।