অপরিবর্তিত রয়েছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁচাবাজারে বেশিরভাগ শাক-সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার রাজধানীর জিগাতলা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

গত সপ্তাহে বাজার ভেদে প্রতি কেজি করলা বিক্রি হয়েছে ৫০ টাকায়। যা আজও বিক্রি হচ্ছে ৫০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। বরবটি ৮০ টাকা, টমেটো ৪০ টাকা, বাধাকপি ৫  টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২৫ টাকা  (প্রতি পিস), ফুলকপি ২০ টাকা (প্রতি পিস), ঝিঙ্গা ৫০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, কচরলতি ৫০ টাকা, কচুরমুখী ৪৫ টাকা, আলু ২০ টাকা, গাজর ৪০ টাকা, মিষ্টি কুমড়া (প্রতি পিস) ৪০ টাকা, লাউ ৩৫ প্রতি পিস, পটল ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। খেজুরগুড় বিক্রি হচ্ছে ৯০ থেকে ১৩০ টাকা দরে।

নিউমার্কেট কাঁচাবাজারের এক বিক্রেতা বলেন, সবজির দাম অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া বাজারে পেঁয়াজ, রসুন, আদা ও ডালের দাম কমেছে। পেয়াজ (দেশি) ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২৩ টাকা প্রতি কেজি। পেঁয়াজ (আমদানি করা) ২২ টাকা। আর রসুনের দাম ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। আদার দাম ১০ টাকা কমে ৯০ টাকা কেজি।