অপহরণ মামলার প্রধান আসামি আটক, ভুক্তভোগী উদ্ধার

রাজধানীর তুরাগ এলাকা থেকে একটি অপহরণ মামলার প্রধান আসামি মো. রুবেল হোসেন ওরফে রুবেলকে (৩২) আটক করেছে র‌্যাব-৩। অভিযানে তার হেফাজত থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর তুরাগ থানাধীন চয়নী চারা কামারপাড়া এলাকা থেকে অপহরণকারী রুবেলকে আটক করা হয়।

আটক রুবেলের বিরুদ্ধে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানায় গত ২৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও অপহণের একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন। তিনি ভুক্তভোগীকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে মোটা অংকের টাকা দাবি করে আসছিলেন।

মুক্তিপণ দিতে ভুক্তভোগীর পরিবার রাজি না হওয়ায় রুবেল ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন ও শারীরিক ও মানসিক নির্যাতন করছিলেন। অপহরণের পর থেকে আটক আসামি দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।

আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।