অপহৃত দুই চীনা নাগরিককে হত্যা করছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশে বালুচিস্তান থেকে অপহৃত দুই চীনা নাগরিককে হত্যা করছে চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপাত্র আমাক নিউজ এজেন্সি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

অপহৃত দুজন কোয়েটায় উর্দু ভাষা শিক্ষা কোর্সের শিক্ষার্থী ছিলেন। গত ২৪ মে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে অস্ত্রধারীরা দুজনকে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তারা যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছিল, ঠিক তখনই তাদের তুলে নিয়ে যাওয়া হয়। ধস্তাধস্তির সময় আরেক চীনা নারী পালিয়ে আসতে সক্ষম হয়। অপহরণের পর আইএস কিংবা অন্য কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

বৃহস্পতিবার আমাক নিউজ এজেন্সি বলেছে, ‘ইসলামিক স্টেটের যোদ্ধারা দুই চীনা নাগরিককে হত্যা করেছে। তাদেরকে বেলুচিস্তান প্রদেশে আটকে রাখা হয়েছিল।

বালুচিস্তান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, আইএসের এ দাবি সত্য কিনা তা যাচাই করা হচ্ছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বিগত দিনগুলিতে অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। এ খবর উদ্বেগজনক।’ এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।